community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা শনিবার, ২৯ জুন, ২০২৪,

পূবাইলে ছিনতাই হওয়া ৬০০ বস্তা চাল ও ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

জুন ২৬, ২০২৪, ০৮:৩৪ পিএম


পূবাইলে ছিনতাই হওয়া ৬০০ বস্তা চাল ও ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২

৬০০ বস্তা চাল নিয়ে বগুড়া থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকসহ চালগুলো লুট করে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় গাজীপুরের পূবাইল থানায় অভিযোগ করা হলে অভিযান পরিচালনা করে ট্রাক ও চালগুলো উদ্ধার করে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল ঘাটাইল থানার শিমলা এলাকার রাজু মিয়ার ছেলে আব্দুল খালেক (২৬) ও টাঙ্গাইল ভুঞাপুর হালদার গ্রামের কোরবান আলীর ছেলে সোনা মিয়া (৩৭)।

গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!