community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা শনিবার, ২৯ জুন, ২০২৪,

দিনাজপুরে বিএমডিএর কৃষি যান্ত্রিকীকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুন ২৬, ২০২৪, ০৯:০৮ পিএম


দিনাজপুরে বিএমডিএর কৃষি যান্ত্রিকীকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দিনাজপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে বিএমডিএ এর কনফারেন্স রুমে ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ প্রকল্প (জিডিজেআইপি) এর আওতায় কৃষি যান্ত্রিকীকরণ দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএমডিএ জিডিজেআইপির প্রকল্প পরিচালক প্রকৌশলী রেজা মো. নূরে আলম।

বিএমডিএ দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ড. প্রকৌশলী মো. এজাদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএমডিএ বীরগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েম।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএমডিএ দিনাজপুর জোনের সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সে আগতদের নিবন্ধনের দায়িত্ব পালন করেন সহকারী প্রশাসনিক কর্মকর্ম মো. মতিউল আলম ও অফিস সহকারী নাফি ফারহা ওয়াহিদ।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিএমডিএর আওতায় গভীর নলকূপের কৃষকরা অংশগ্রহণ করছেন।

এছাড়াও দুই দিনব্যাপী প্রশিক্ষণে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করবেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী আবু সামস মো. বদরুদ্দোজা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো সাজ্জাত হোসেন সরকার, নশিপুর বিডব্লিউএমআরআই এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকৌশলী মো. জাকির হোসেন, বিএমডিএ ঠাকুরগাঁও জিডিজেআইপির প্রকল্প পরিচালক প্রকৌশলী রেজা মো. নূরে আলম ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী ফেরদৌস আলম।

ইএইচ

Link copied!