Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমির থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) থেকে

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) থেকে

জুন ২৭, ২০২৪, ১২:২৯ এএম


সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমির থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন

সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি মঙ্গলবার রাতে আলোকদিয়া পুলিশ ফাঁড়ি ও অরণখোলা পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে ফাঁড়িতে উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের রোলকল গ্রহণের মাধ্যমে ফাঁড়ি এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি, ওয়ারেন্ট তামিল, গান চেকিং এবং ফাঁড়ি এলাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি ধনবাড়ি থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত অফিসারদের থানা এলাকায় টহল ডিউটি, মুলতবি ওয়ারেন্ট তামিল, নিয়মিত মামলা, অপমৃত্যু মামলা, কোর্ট পিটিশন, নিয়মিত গান চেকিংসহ থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আলোচনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

ফারহানা আফরোজ জেমি মধুপুর সার্কেল অফিসার হিসেবে যোগদান করার পর থেকেই নিয়মিতভাবে মধুপুর ও ধনবাড়ী থানাসহ বিভিন্ন পুলিশ ফাঁড়ি পরিদর্শন করে আসছেন।

তার আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন পরামর্শে অপরাধ তুলনামূলক ভাবে কমে এসেছে বলে জানা গেছে।

ইএইচ

Link copied!