community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা শনিবার, ২৯ জুন, ২০২৪,

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

জুন ২৭, ২০২৪, ১২:৫৮ এএম


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হওয়ায় সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজগাঁও-মোগলাবাজার সেকশনে কটালপুর রেল সেতুতে ট্রেনটি আলাদা হয়ে যায়। পরে ট্রেনের ছয়টি কোচ লাইনচ্যুত হয়ে যায়।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সুরমা মেইল ছাড়ার কথা থাকলেও ছেড়ে যায়নি। এছাড়া রাত পৌনে ৮টায় উদয়ন এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সিলেট ছেড়ে যায়নি।

ইএইচ

Link copied!