Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

চরফ্যাশনে আলিম ও ফাজিল অনার্স পরীক্ষার্থীদের বিদায়

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৩:৪৮ পিএম


চরফ্যাশনে আলিম ও ফাজিল অনার্স পরীক্ষার্থীদের বিদায়

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসার ২০২৪ সালের আলিম ও ২০২২ সালের ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসার অনার্স ভবন মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অধ্যক্ষ মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- গভর্নিং বডির সদস্য ও কাশেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হোসেন বিএ।

বিশেষ অতিথির বক্তব্য দেন- আসলামপুর মোবারক আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা ফারুকুল ইসলাম, ওসমানগঞ্জের হাসানগঞ্জ হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল কালাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আজিজুর রহমান, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান, সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক ইয়াহ ইয়া ইসলাম মনির, প্রভাষক শামিম সর্দার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক নুরুল ইসলাম মনির ও মাওলানা ফজলুর রহমান।

শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ইএইচ

Link copied!