Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চাঞ্চল্যকর বুরহান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৪:১১ পিএম


চাঞ্চল্যকর বুরহান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঞ্চল্যকর বুরহান হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. ইকবাল হাসানকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কটিয়াদী উপজেলার পংমশুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইকবাল হাসান কটিয়াদী উপজেলার নাগেরগ্রাম এলাকার মৃত মির্জালীর ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!