Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফুলবাড়ীতে জনপ্রতিনিধির সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৪:৪০ পিএম


ফুলবাড়ীতে জনপ্রতিনিধির সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান।

বৃহস্পতিবার বিকালে উপজেলা ডাকবাংলো হলরুমে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কামাল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, উপজেলা ৬ ইউনিয়নের পুরুষ ও মহিলা ইউপি সদস্যবৃন্দ।

এ সময় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জেলা পরিষদের চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আ ন ম ওবায়দুর রহমান বলেন, আমি যতদিন জেলা পরিষদের চেয়ারম্যান থাকবো জেলার সকল জনপ্রতিনিধিদের যেকোনো সমস্যায় আমি এগিয়ে আসব এবং সকল জনপ্রতিনিধিরদের নিয়ে জেলার সার্বিক উন্নয়নের চেষ্টা করব।

ইএইচ

Link copied!