Amar Sangbad
ঢাকা শনিবার, ০৬ জুলাই, ২০২৪,

মৌলভীবাজার জনশুমারি ও গৃহগণনার রিপোর্ট প্রকাশ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৫:০৭ পিএম


মৌলভীবাজার জনশুমারি ও গৃহগণনার রিপোর্ট প্রকাশ

মৌলভীবাজার জেলার জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

জনশুমারি অনুযায়ী মৌলভীবাজার জেলায় মোট জনসংখ্যা ২১ লাখ ২৩ হাজার ৪৪৪ জন। নারী ১১ লাখ ২ হাজার ৬১৭ জন এবং পুরুষ ১০ লাখ ২০ হাজার ৭৩২ জন। পুরুষ ৪৮.০৭ শতাংশ এবং নারী ৫১.৯৩শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারী সংখ্যা ৮১ হাজার ৮৮৫ বা ৩.৮৬ শতাংশ বেশি।

পরিসংখ্যানে দেখা যায় ১৯৮১ সালে মৌলভীবাজারে জনসংখ্যা ছিল ১৪ লাখ ২৯ হাজার, ১৯৯১ সালে ১৩ লাখ ৭৭ হাজার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মাৎ শাহীনা আক্তার। সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।

স্বাগত বক্তব্যে জেলার জনশুমারি ও খানার পরিসংখ্যান তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক সৌরভ পাল মিঠুন।

এ সময় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান,প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।

ইএইচ

Link copied!