Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৫:২৩ পিএম


মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের উথালী গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. তাহামিদুল ইসলাম মোল্লা (১৯ মাস বয়সের) এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. শামচুর রহমান (মোদাচ্ছের) এর কনিষ্ঠ পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে শিশুটি পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পানিতে ভাসতে থাকে। একপর্যায়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উল ইসলাম জানান, খেলা করতে করতে করতে হঠাৎ করে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইএইচ

Link copied!