Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত অন্তত ১০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৬:১৩ পিএম


ভালুকায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত অন্তত ১০

ময়মনসিংহের ভালুকায় প্রতিযোগিতা করতে গিয়ে এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় তানজিয়া পরিবহনের হেলপার পলাশের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০জন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহন ও তানজিয়া পরিবহনের দুটি যাত্রীবাহী বাস একে অপরের আগে যাওয়ার প্রতিযোগিতা করে। এক পর্যায়ে ভালুকার মেহেরাবাড়ী জিনজিরা মাজার এলাকায় পৌঁছলে এনা পরিবহনের বাসটি তানজিয়া পরিবহনের বাসে ধাক্কা দিলে বাসটি উল্টে খাদে পরে যায়। এ সময় ঘটনাস্থলেই তানজিয়া বাসের হেলপার পলাশের মৃত্যু হয় এবং অন্তত ১০ আহত হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। নিহত পলাশ মুক্তাগাছা এলাকার কালিচন্দ্র দাসের ছেলে।

ইএইচ

Link copied!