Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কলমাকান্দায় ভারতীয় ২ কোটি টাকার চিনি জব্দ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৬:২০ পিএম


কলমাকান্দায় ভারতীয় ২ কোটি টাকার চিনি জব্দ

নেত্রকোণার কলমাকান্দায় টাস্কফোর্সের অভিযানে ৩০৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

বুধবার সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কলমাকান্দার লেংগুড়া ইউপির চেংগ্নী ও খারনৈ ইউপির কচুগড়া ও বল মাঠ নামক স্থান থেকে এসব চিনি জব্দ করা হয়েছে।

আটককৃত এসব অবৈধ চিনির মূল্য প্রায় দুই কোটি টাকা।

টাস্কফোর্স অভিযান পরিচালনায় প্রধান সমন্বয়কের ভূমিকায় ছিলেন কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম, ৩১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মাদ আরিফুল ইসলামের নির্দেশনায় নেতৃত্ব দেয় সহকারী পরিচালক মো. আউয়াল হোসেন এছাড়াও বিজিবি ও পুলিশ সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিডিওে অভিযান পরিচালনা করে অবৈধ পথে আসা ভারতীয় ৩০৬৪ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এইরকম অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!