Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দাকোপে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৬:৩৯ পিএম


দাকোপে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

খুলনার দাকোপে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহজ্ব শেখ আবুল হোসেন ও ভাইস চেয়ানম্যানদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলার নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তারকে এ দায়িত্ব অর্পণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন- নবনির্বাচিত দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন- উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় এবং নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার।

অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা প্রশাসনের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা আ’লীগ নেতা এবিএম রুহুল আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান।

সভা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আলহজ্ব শেখ আবুল হোসেন এবং নবনির্বাচিত দুই ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

ইএইচ

Link copied!