Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাটগ্রাম উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৬:৪৫ পিএম


পাটগ্রাম উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় পাটগ্রাম উপজেলা চত্বরে শহীদ আফজাল মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি হাসিব-উল আহসান, পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, মহিলা ভাইস চেয়ারম্যান রেজওয়ানা পারভিন সুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণচন্দ্র রায়, পাটগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।

ইএইচ

Link copied!