Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধনবাড়ীতে বাল্য বিয়ের দায়ে কনের পরিবারকে অর্থদণ্ড

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৬:৫০ পিএম


ধনবাড়ীতে বাল্য বিয়ের দায়ে কনের পরিবারকে অর্থদণ্ড

টাঙ্গাইলের ধনবাড়ীর বাজিতপুর (শ্যামলার চর) গ্রামে দশম শ্রেণি পুড়ুয়া স্কুলছাত্রীকে বাল্য বিয়ের দায়ে কনের পরিবারকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর (শ্যামলার চর) গ্রামের এছাহাক আলীর এছা’র স্কুল পড়ুয়া কিশোরী মেয়ে চরপাড়া মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোছা. সুরমাকে (১৫) একই ইউনিয়নের পাঁচনখালী (রাজারহাট) গ্রামের জনৈক এর ছেলে রোকন মিয়ার সাথে বুধবার সন্ধ্যায় ধুমধামের সাথে বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা থানা পুলিশ সাথে নিয়ে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা করে কনেপক্ষের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা পাওয়া যায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে কনে ও বর’কে অন্যত্র সরিয়ে রাখে। এ সময় স্থানীয় সাব—কাজী মনিরুজ্জামান ও স্থানীয় মৌলভী আবুল হোসেনসহ বর পক্ষের লোকজন পালিয়ে যায়।

স্কুল পডুয়া মেয়েকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দশ দিনের জেল দেয়া হয়। পরে বাল্য বিয়ের অপরাধে কনের পরিবার পাঁচ হাজার টাকা জরিমানা দেন।

এ সময় স্থানীয় বীরতারা ইউপি চেয়ারম্যান আল ফরিদ, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ফরিদ, আব্দুল লতিফ, থানার এসআই জসিম উদ্দিনসহ ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!