Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তেঁতুলিয়ায় পুকুরে বিষ প্রয়োগ, মারা গেল ৬ হাজার কেজি মাছ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

জুন ২৭, ২০২৪, ০৭:৫৩ পিএম


তেঁতুলিয়ায় পুকুরে বিষ প্রয়োগ, মারা গেল ৬ হাজার কেজি মাছ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার যোগীগঞ্জ এলাকায় একটি মাছের পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা৷ এতে মারা গেছে প্রায় ৬ হাজার কেজি মাছ। ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার অধিক বলছেন সংশ্লিষ্টরা।

বুধবার রাত থেকে পুকুরে মারা যেতে থাকে মাছগুলো, আস্তে আস্তে পুকুরে ভেসে উঠতে থাকে মাছ।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরে ভাসছে মরা মাছ, একটু পর পর মাছগুলো জড়ানো হচ্ছে, প্রতি কেজি মরা মাছ ৩০ টাকায় বিক্রি করছে তারা।

পুকুরের অংশীদার নুরুজ্জামান লিটন বলেন, বুধবার রাত ৮টার দিকে আমরা টের পাই পুকুরে মাছ মারা যাচ্ছে, পরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বুঝতে পারি, পরে কিছু বিষ আমরা খুঁজে পাই। আমরা মৎস্য অফিসকে জানিয়েছি, তারা এসেছে। আমরা ৯৯৯ এ ফোন দিয়ে জানালে পুলিশ এসেছিল ঘটনাস্থলে তারা দেখে গেছে। আমরা এটির তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এতে আমাদের ১০ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা পুকুর পরিদর্শন করেছি। বিষক্রিয়ার কারণেই মাছগুলো মারা গেছে আমরা ধারণা করছি।

ইএইচ

Link copied!