Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিকলী উপজেলা চেয়ারম্যানের সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের সাক্ষাৎ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ২৮, ২০২৪, ০৩:৫২ পিএম


নিকলী উপজেলা চেয়ারম্যানের সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের সাক্ষাৎ

কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোকাররম সর্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে মোকাররম সর্দারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানায় জেলা যুবলীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সিনিয়র সদস্য বাছির উদ্দিন রিপন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকিরুল হক, জেলা যুবলীগ নেতা বাবুল মরল, সালেহিন রাজন, মাসুদুর রহমান রানা, আবুল কালাম আজাদ, নিকলী উপজেলা যুবলীগ নেতা সবুজসহ আরও অনেকেই।

এ সময় নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকাররম সর্দার বলেন, সকলের সহযোগিতায় জনগণের রায় নিয়ে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ।

ইএইচ

Link copied!