Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাঞ্ছারামপুরে ফেনসিডিলসহ কারবারি গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ২৮, ২০২৪, ০৪:৪২ পিএম


বাঞ্ছারামপুরে ফেনসিডিলসহ কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ছানাউল্লাহ মিয়া নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় উজানচর কালিকাপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৬৮ বোতল ফেনসিডিলসহ ছানাউল্লাহ নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!