Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দুই কোটি ১৫ লাখ টাকার বিদেশি বিয়ার জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

জুন ২৮, ২০২৪, ০৫:০১ পিএম


দুই কোটি ১৫ লাখ টাকার বিদেশি বিয়ার জব্দ

পটুয়াখালীতে ২৬৮০০ ক্যান বিদেশি বিয়ারসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী। যার আনুমানিক মূল্য দুই কোটি ১৫ লাখ টাকা।

গোপন সংবাদের ভিক্তিতে পায়রা বন্দর এলাকা থেকে একটি কাভার্ডভ্যান কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রাত ৪টার সময় পটুয়াখালী টোল প্লাজায় জব্দ করে মাদক দ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী কলাপাড়ার পরিদর্শক মো. কবিরুল হাসানসহ একটি টিম।

এ সময় ড্রাইভার ও দোভাষিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন- মো. বাশিরুল ইসলাম (দোভাষী) (২৮), রুবেল মুন্সি (২৭), মো. মেহেদি হাসান (২৩)।

পরে কলাপাড়া মাদক নিয়ন্ত্রণ অফিসে নিয়ে যাওয়া হয় আসামি ও জব্দকৃত বিয়ারসহ কাভার্ড ভ্যানটি।

ইএইচ 

Link copied!