Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

নেত্রকোণায় প্রতিবন্ধী বিদ্যালয়ে মৎস্য প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

জুন ২৮, ২০২৪, ০৫:২৬ পিএম


নেত্রকোণায় প্রতিবন্ধী বিদ্যালয়ে মৎস্য প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ

নেত্রকোণায় পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থার অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের মৎস্য প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়া গ্রামে বিদ্যালয় সংলগ্ন প্রবাসী তৌহিদ খান ও ফারহানা নূরের অর্থায়নে মৎস্য প্রকল্পের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

এ সময় সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, বিদ্যালয়ের অধ্যক্ষ হাবীবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের উদ্বোধন শেষে পুকুরপাড়ে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় হাবীবুর রহমান জানান, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টি আজ অবধি জাতীয়করণ না হলেও প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তাদেরকে মৎস্য চাষ সম্পর্কে হাতেকলমে শিক্ষা প্রদানের স্বার্থেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইএইচ

Link copied!