Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

তাহিরপুরের নদীপথে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

জুন ২৮, ২০২৪, ০৬:১১ পিএম


তাহিরপুরের নদীপথে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুরের নদীপথে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার মিয়ারচর নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুরের নদীপথগুলো এখন চাঁদাবাজদের দখলে। বেপরোয়া ওই চাঁদাবাজরা সরকার নির্ধারিতমূল্য অমান্য করে বহুদিন ধরে অতিরিক্ত টোল আদায় করে যাচ্ছে। তাদের চাঁদাবাজির কারণে আমরা ব্যবসায়ীরা পড়েছি বিপাকে। উপজেলার যাদুকাটা, ফাজিলপুর, ঘাগড়া ও দুর্লভপুর ঘাটে সরকারি রেইট অমান্য করে প্রতিনিয়ত অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ না নিলে আমাদের আন্দোলন আরোও কঠোর হবে।

মানববন্ধনে বালু-পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে ও ব্যবসায়ী জামাল মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- দুর্লভপুর নৌকা সমিতির সাংগঠনিক সম্পাদক আল আমিন, সুনামগঞ্জ জেলা যুবলীগ সদস্য লুৎফর রহমান নাইম, বালি পাথর ব্যবসায়ী সমিতির সদস্য কামাল হোসেন, নূর আলী, বালু পাথর ব্যবসায়ী সমিতির সদস্য নবীনূর, আল আমিন প্রমুখ।

ইএইচ

Link copied!