Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ২৮, ২০২৪, ০৬:১৫ পিএম


বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাজিতপুর উপজেলার পৈলেনপুর মরাখলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত যুবকের নাম মো. ইয়াসিন হাসান (১৮)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া জেলার উত্তরখান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। গুরুতর আহতরা হলেন একই গ্রামের আকবর আলীর ছেলে সিফাত (১৮) ও মাসুদ মিয়ান ছেলে সানজিদ (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদ জামান।

ওসি জানান, ওই তিন যুবক শুক্রবার ভোরে গাজীপুর জেলার কাপাসিয়া থেকে মোটরসাইকেল নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুরের দিকে আসছিলেন। বাজিতপুরের সীমানায় পৌঁছানোর সময় পৈলেনপুর মরাখলা এলাকায় অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, হতাহতদের সঙ্গে আরও চার থেকে পাঁচটি মোটরসাইকেলে বেশ কয়েকজন যুবক একই এলাকা থেকে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তারা কিশোরগঞ্জের হাওরে ঘুরতে এসেছিলেন।

ইএইচ

Link copied!