Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে অটো চাপায় শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

জুন ২৮, ২০২৪, ০৮:৩৫ পিএম


রাজবাড়ীতে অটো চাপায় শিশুর মৃত্যু

রাজবাড়ীতে ব্যাটারি চালিত অটোবাইক চাপায় আলিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা এলাকার মো. হাফিজের ছেলে।

শুক্রবার সন্ধ্যা ৬টার সময় সদর উপজেলার চন্দনী ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতে খারুল আলম প্রধান বলেন, শুক্রবার বিকালে হঠাৎ করে দৌড়ে এসে ওই শিশুটি ব্যাটারি চালিত অটোবাইকের নিচে চাপা পড়ে। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে অভিযান চালিয়ে অটোবাইকটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ইএইচ

Link copied!