Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

চৌগাছায় শিশু ধর্ষণের অভিযোগ মামলা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

জুন ২৮, ২০২৪, ০৮:৫৬ পিএম


চৌগাছায় শিশু ধর্ষণের অভিযোগ মামলা

যশোরের চৌগাছায় ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনছের আলী (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় চৌগাছা থানায় একটি মামলা করেছেন।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত মনছের আলী পলাতক রয়েছে। উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৫ জুন দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের মনছের আলী (৫৫) জুস দেওয়ার কথা বলে শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় ধর্ষক মনছের আলী দরজা খুলে দৌড়িয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় চৌগাছা থানায় শিশু ও নারী নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটিকে যশোর ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ইএইচ

Link copied!