Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রবাসীর স্ত্রীর সঙ্গে মামা পরিচয়ে রাতযাপন, সকালে পড়ে থাকল লাশ!

লালপুর (নাটোর) প্রতিনিধি:

লালপুর (নাটোর) প্রতিনিধি:

জুন ২৯, ২০২৪, ১১:৫৯ এএম


প্রবাসীর স্ত্রীর সঙ্গে মামা পরিচয়ে রাতযাপন, সকালে পড়ে থাকল লাশ!

নাটোরের লালপুরে প্রবাসীর স্ত্রী শিউলি বেগম (২৩) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে উপজেলার আব্দুলপুর কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিউলী একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, শিউলীর বাড়িতে চারদিন যাবৎ অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে রাত্রিযাপন করেন। শনিবার সকালে তার শয়নকক্ষ থেকে হাত মোড়ানো অবস্থায় ওই নারীর লাশ পড়ে থাকতে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এদিকে অজ্ঞাত ঐ মামার এখনো হদিস মেলে নি।

এ বিষয়ে লালপুর থানার ওসি নাসিম আহমেদ বলেন,আমরা ধারণা ঐ নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে একটা অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

বিআরইউ

Link copied!