community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা বুধবার, ০৩ জুলাই, ২০২৪,

মধ্যনগরে বর্ষা এলেই জমে উঠে শতবর্ষী নৌকা বাজার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

জুন ২৯, ২০২৪, ০২:০০ পিএম


মধ্যনগরে বর্ষা এলেই জমে উঠে শতবর্ষী নৌকা বাজার
ছবি: আমার সংবাদ

‘বসন্তে পাও আর বর্ষায় নাও’ এ যেন এক বাস্তব উদাহরণ নিয়ে আজও ঠিকে রয়েছে মধ্যনগরে শতবর্ষী নৌকার বাজার।হাওরাঞ্চলে বর্ষার মৌসুমে নিত্যদিনের সঙ্গী হিসেবে প্রতিটি ঘাটেই বাধা থাকে একটি করে নৌকা। হাওরে বসতি স্থাপনের শুরুতেই অথৈ জলের উপর দিয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা।

বর্ষার শুরুতেই ঐতিহ্যবাহী মধ্যনগর নৌকার বাজারে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা সহ হাওরাঞ্চলের প্রায় ২০টি উপজেলা থেকে ক্রেতা বিক্রেতার নৌকা নিয়ে আসেন। মধ্যনগর উপজেলার সদরের ভূমি অফিস ও বিপি উচ্চবিদ্যালয় সংলগ্ন ভাসমান পানির উপর চলে নৌকা কেনা-বেচা। 

প্রতি শনিবারে নৌকা বাজারে আসে চামরদান্বিয়ানাও, খিল্লুয়া, সরঙ্গা, কোষা, পডা, পাউড়া গাইয়া, বাড়কি, ইঞ্জিনচালিত টেম্পু ট্রলারসহ নানান রকমের নৌকা। এই বাজারে সর্বনিম্ন ৩হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের নৌকা ক্রয় বিক্রয় হয়ে থাকে।

তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এবছর নৌকার দাম ভাল থাকলেও ক্রয় বিক্রয় অনেকটাই কম লক্ষ করা গেছে। বিশিষ্টজনদের মতে পর্যাপ্ত সুবিধা পেলে হয়ত আরো দূরদূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসতে পারে এই ঐতিহ্যেবাহী নৌকার বাজারে।

বিআরইউ

Link copied!