কিশোরগঞ্জ প্রতিনিধি
জুন ২৯, ২০২৪, ০২:৫৭ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
জুন ২৯, ২০২৪, ০২:৫৭ পিএম
কিশোরগঞ্জে ১টি দেশীয় তৈরি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি চাপাতিসহ ২ জন অস্ত্রধারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
শনিবার রাত পৌনে ২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল নতুন বাজার থেকে মনোকর্শা গ্রামগামী পাঁকা রাস্তায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় তাদেরকে আটক করা হয়।
এ সময় র্যাব তাদেরকে চ্যালেঞ্জ করে এবং দেহ তল্লাশি করে তাদের সাথে থাকা ১টি ধারালো চাইনিজ কুড়াল, ১টি চাপাতি এবং ১টি পাইপগান উদ্ধার করে।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের শেওড়া মনোকর্শা গ্রামের মৃত আ. খালেকের ছেলে মো. নবী হোসেন (৪৯) ও একই এলাকার মো. সোহরাব মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২৪)।
শনিবার সকাল সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
এ বিষয়ে আটক অভিযুক্তদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।
ইএইচ