Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

জুন ২৯, ২০২৪, ০৩:২৮ পিএম


বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা

রাজস্ব খাত থেকে বেতন-ভাতার দাবি জানিয়েছেন বাংলাদেশের সকল মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা।

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমবেত হয়ে জাতীয়করণের এ দাবি জানান দেশে চালু হওয়া ৩শত মডেল মসজিদে কর্মরত ইমাম ও মুয়াজ্জিন।  

এর আগে বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইমাম সমিতির সভাপতি মুফতি মোহাম্মদ মারুফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গফুরের নেতৃত্বে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করা হয়।

এ সময় পবিত্র ফাতেহা পাঠ ও ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন তারা।

এ ছাড়াও বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে পবিত্র কোরআন খতম দেন তারা। এ সময় সারাদেশের ৩ শত মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!