Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

করিমগঞ্জে বাজারে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুন ২৯, ২০২৪, ০৩:৪১ পিএম


করিমগঞ্জে বাজারে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এ সময় করিমগঞ্জ ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার ভোর সাড়ে ৪টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে তিনটি মুদি দোকান ও ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখা ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মারিয়া স্টোরের মালিক সাইফুল ইসলাম কচি জানান, আগুনের আমার দোকানের সব শেষ হয়ে গেছে। নগদ টাকাসহ সকল মালামাল মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স নরসুন্দা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান জানান, গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। ডেকোরেশন ও ডিভাইসের ক্ষতি হলেও নগদ কোনো আর্থিক ক্ষতি হয়নি। অনলাইন ব্যাংকিং কার্যক্রমে লেনদেনেও কোনো সমস্যা হবে না।

করিমগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট লিডার ফারুক আহমেদ জানান, আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ভোর সাড়ে ৫টার দিকে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

ইএইচ

Link copied!