Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাকেরগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুন ২৯, ২০২৪, ০৪:০৫ পিএম


বাকেরগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ

বরিশালে বাকেরগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডির আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক খান, পুলিশ পরিদর্শক দিপঙ্কর, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার, দাঁড়িয়াল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ উজ্জ্বল, চরামদ্দি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন খোকন, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মো. হাবিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান আলীম, উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তা রুবিনা পারভীন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবুল কাসেম, পৌর বণিক সমিতির সভাপতি মাসুদ আকন প্রমুখ।

ইএইচ

Link copied!