Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাচার মৃত্যুর খবর শুনে সড়ক দুর্ঘটনায় ভাতিজা নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জুন ২৯, ২০২৪, ০৫:১১ পিএম


চাচার মৃত্যুর খবর শুনে সড়ক দুর্ঘটনায় ভাতিজা নিহত

গাজীপুরের শ্রীপুরে চাচার মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাতিজা মামুন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৬টায় মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার বদনীভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মামুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলিশাবাড়ী গ্রামের শাহাজাহান মুন্সির ছেলে। সে শ্রীপুর পৌরসভার ইকো কটন মিলস কারখানায় চাকরি করে। আহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিনা নাসরিন জানান, মৃত অবস্থায় স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে আসে। পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম নিহতের ভাইয়ের বরাত দিয়ে জানান, শ্রীপুরের মাওনা থেকে চাচার মৃত্যুর খবর শুনে সিরাজগঞ্জে যাচ্ছিল মামুন। পথে মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার বদনীভাঙ্গা এলাকায় সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে আসে। ওই হাসপাতাল থেকে মামুনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

মরদেহ শ্রীপুর থানায় আছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!