Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জুন ২৯, ২০২৪, ০৬:২৫ পিএম


চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় ইটভাটার ট্রাক্টরের চাপায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

উপজেলার সরোজগঞ্জ-খাসকররা আঞ্চলিক সড়কের কারিগর পাড়ার আলারদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মুন্নার (২৫) মৃত্যু হয়। নিহত মুন্না রাইসা গ্রামের নাসিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, স্থানীয় ইটভাটার ইট বোঝায় ট্রাক্টরটি বেপরোয়া গতিতে যাবার সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল আরোহীর উপরে তুলে দেয়। এতে ট্রাক্টর চাপায় মুন্নার মাথা থেঁতলে যায়।

স্থানীয়রা উদ্ধার করার আগেই ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মুন্না মারা যায়।

তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!