Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের হুইল চেয়ার ও চেক বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

জুন ২৯, ২০২৪, ০৬:৫১ পিএম


গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের হুইল চেয়ার ও চেক বিতরণ

নাটোরের গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও দীর্ঘমেয়াদি দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে অর্থের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক হস্তান্তর করা হয়।

জানা গেছে, উপজেলার ২০ জন বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে ২০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তারের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপকারভোগীদের মাঝে অর্থের চেক ও সেলাই মেশিন বিতরণ করেন।

কিডনি, স্টোকে প্যারালাইসিস, ক্যান্সার, জন্মগত হৃদরোগে আক্রান্ত ২০ জন দুঃস্থ রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মিজানুর রহমান সুজা, মাহবুবুর রহমান, আব্দুল বারী, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ, সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকৌশলী মিলন মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ।

ইএইচ

Link copied!