Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নান্দাইলে হাসপাতালে পকেট গেট নির্মাণের দাবিতে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ২৯, ২০২৪, ০৬:৫৯ পিএম


নান্দাইলে হাসপাতালে পকেট গেট নির্মাণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর হাসপাতালে মূল ফটক থাকা সত্ত্বেও মুমূর্ষু রোগীদের জন্য দ্রুত চিকিৎসা সেবা পেতে ‘পকেট গেইট‍‍`’ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

দাবি বাস্তবায়নের লক্ষ্যে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নান্দাইল বাজারের মোরগ মহালে এই মানববন্ধনের আয়োজন করে নান্দাইলের সচেতন নাগরিকবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য দেন- গোলাম মুস্তফা সরকার, আল আমিন, কাউসার হোসেন হিমেল, মনোয়ার হোসেন বাদল, হারিস উদ্দিন, সোহাগ মাস্টারসহ আরও অনেকেই।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান বলেন, পরিকল্পনা মন্ত্রীর সাথে পরামর্শক্রমে জনদুর্ভোগ নিরসনের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় তা দ্রুত বিবেচনা করা হবে।

ইএইচ

Link copied!