Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মহেশপুর (ঝিনাইাদহ) প্রতিনিধ

মহেশপুর (ঝিনাইাদহ) প্রতিনিধ

জুন ২৯, ২০২৪, ০৭:৫৫ পিএম


মহেশপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী কাজিরবেড় ইউনিয়নের ছয় ঘরিয়া গ্রামের মাঠে জাহাঙ্গীর হোসেন (৩৭) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। 

বজ্রপাতে নিহত জাহাঙ্গীর হোসেন ছয় ঘরিয়া গ্রামের নুরবারীর ছেলে। এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৪টার দিকে মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ছয় ঘরিয়া গ্রামের মাঠে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম বজ্রপাতে কৃষক জাহাঙ্গীর হোসেনের মৃত্যু নিশ্চত করে জানান,বিকালে ছয় ঘরিয়া গ্রামের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন জাহাঙ্গীর হোসেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতটি তারশরীরের উপর পরলে জাহাঙ্গীর হোসেন ঘটনা স্থলেই মারা যান।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান,বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি।

আরএস
 

Link copied!