Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ১৬

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৩:২১ পিএম


বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ১৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে।

এ ঘটনায় সরুফা (৩০) নামের একজন নারীকে দেশীয় অস্ত্র বলম দ্বারা ঘা দিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের উত্তর আশতকা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুণধর ইউপির উত্তর আশতকা ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবু জুনায়েদ বাচ্চু বলেন, উত্তর আশতকা গ্রামের দুটি পরিবার পাশাপাশি বসবাস করে। তারা সম্পর্কে চাচা শ্বশুর ও ভাতিজি জামাই। মাছ ব্যবসায়ী চাঁন মিয়া ও হারিছ উদ্দিনের গত ৫ বছর ধরে সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি জানান, করিমগঞ্জে আহত ৯ জনকে  হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় এবং অন্যদের কিশোরগঞ্জ পাঠানো হয়েছে।

এ ঘটনার সংবাদ পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ভুক্তভোগী চাঁন মিয়ার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তারা ন্যায় বিচার দাবি করেন।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!