Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুন ৩০, ২০২৪, ০৪:০৯ পিএম


মধুপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন

টাঙ্গাইলের মধুপুরে এবার ৪টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মধুপরে।

রোববার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

টাঙ্গাইলের মধুপুরে এ বছর মোট ১৩৪৫ জন ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষা হলে উপস্থিত ছিল ১৩৩৮ জন।

এর মধ্যে, ছাত্র ৬৭২ জন, ছাত্রী ৬৬৬ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭ জন। এর মধ্যে ছাত্র ৩ জন ছাত্রী ৪ জন এ নিয়ে মোট ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ।

উপজেলার মোট ৪টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার কেন্দ্রগুলো হল— মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর সরকারি কলেজ, মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইনস্টিটিউট, মধুপুর আদর্শ ইসলামিয়া ফাজিল মাদরাসা।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলো পরিদর্শন করেন– উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ও সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া।

ইএইচ

Link copied!