Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বড়লেখায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, নারীসহ আহত ৪

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৪:৫৬ পিএম


বড়লেখায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, নারীসহ আহত ৪

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকার পানিধার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় গর্ভবতী নারীসহ ৪ জনকে আহত হয়েছেন।

এ ঘটনায় বড়লেখা থানায় অভিযোগ করেন মুক্তিযোদ্ধা আব্দুস শুক্কুরের ছেলে শামীম আহমদ।

আহতরা হলেন- শাকিল আহমদের স্ত্রী ডলি বেগম, শামীম আহমদের ছেলে খালেদ আহমদ, শামীম আহমদের স্ত্রী আলেয়া বেগম, রুবেল আহমেদের স্ত্রী কলি বেগমসহ ৪ জন আহত হয়েছেন। আহতরা বড়লেখা ও জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহেদ আহমদ মুঠোফোনে জানান তদন্ত চলছে।

বড়লেখা থানার ইন্সপেক্টর তদন্ত ফরিদ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!