Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৫:১৩ পিএম


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুটি হচ্ছে- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বাখের আলী বিশ্বনাথপুর গ্রামের মো. আব্দুল রশিদের কন্যা বর্ষা খাতুন (১০) এবং অন্যজন অজ্ঞাতনামা। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রোববার দুপুর সাড়ে ১২টায় বর্ষা খাতুন বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় অটোর সাথে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অটোচালক পলাতক রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ৫৫ বছরের ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তি।

এ সময় একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!