Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যশোরে যাত্রীবাস খাদে পড়ে ৪০ জন আহত

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৫:২৭ পিএম


যশোরে যাত্রীবাস খাদে পড়ে ৪০ জন আহত

যশোর-নড়াইল মহাসড়কের করিমপুর ঈদগাহের সামনে বেপরোয়া গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী খাদে পড়ে ৪০ জন আহত হয়েছেন।

জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি বেলা সাড়ে ১১টার দিকে বাঘারপাড়ার করিমপুর ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় দুর্ঘটনায় ১০ জন গুরুতরসহ মোট ৪০ জন আহত হয়।

আহতদেরকে যশোর জেনারেল হাসপাতাল ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়।

দুর্ঘটনায় আহত আবদুল গফুর বলেন, গাড়ির চালককের বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পরপরই বাঘারপাড়া ফায়ার সার্ভিস সদস্যরা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

ইএইচ

Link copied!