Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে ১৫ কোটি টাকা মূল্যের সরকারি বনের জমি উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৬:১২ পিএম


কালিয়াকৈরে ১৫ কোটি টাকা মূল্যের সরকারি বনের জমি উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের ৩ একর সরকারি বনের জমি উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার সকালে উপজেলার কালিয়াকৈর রেঞ্জাধীন চন্দ্রা বন বিটের ভুলুয়া মৌজাস্থিত রংপুরের টেক ও খাজার ডেক এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, একশ্রেণির ভূমিদস্যু কৌশলে কালিয়াকৈর রেঞ্জাধীন, চন্দ্রা বন বিটের ভূলুয়া মৌজাস্থিত রংপুরের টেক ও খাজার ডেক এলাকায় সরকারি বনের জমি জবর দখল করে ঘরবাড়ি ও দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে।

গোপন সংবাদ পেয়ে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল করিমের নেতৃত্বে একদল বনপ্রহরী রোববার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে সরকারি বনের জমি থেকে ঘরবাড়ি ও দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

এ সময় ১৫ কোটি টাকা মূল্যের সরকারি বন বিভাগের ৩ একর জমি উদ্ধার করা হয়।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ৩ একর জমির মূল্য অনুমান ১৫ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ওই সরকারি বনের জমিতে বনায়ন করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!