Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তাড়াইলে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৬:৩৯ পিএম


তাড়াইলে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

কিশোরগঞ্জের তাড়াইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক নারীকে (১৯) ধর্ষণের ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আনু মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে তাড়াইল থানা পুলিশ।

অভিযুক্ত আনু মিয়া (২৫) তাড়াইল উপজেলার দশদ্রুন গ্রামের নুরুল আমিনের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ইএইচ

Link copied!