বরিশাল ব্যুরো
জুন ৩০, ২০২৪, ০৭:২২ পিএম
বরিশাল ব্যুরো
জুন ৩০, ২০২৪, ০৭:২২ পিএম
বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র এবং ডাকাতির সরঞ্জামবাদীসহ ডাকাতের প্রস্তুতিকালে আন্তঃজেলা আলী ডাকাত দলের সরদার আব্দুল হাকিমসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার করেছে র্যাব-৮।
রোববার বিকাল ৫টায় র্যাব-৮ এর সদর দপ্তরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক আরাফাত ইসলাম সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি জানান, বরিশাল জেলার বাকেরগঞ্জের মহেশপুর এলাকায় এক বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব অভিযান চালিয়ে শুরুতে ৩ জনকে আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী, র্যাব-১০ এর সহযোগিতায় ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় ডাকাত সরদার আব্দুল হাকিমের বসতঘর থেকে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তলসহ ১৬ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মহেশপুর এলাকার ডাকাত সরদার আব্দুল হাকিম, বাকেরগঞ্জের নিজাম চৌকিদার, পটুয়াখালী রাঙ্গাবালীর আব্দুর রহিম হাওলাদার, বাকেরগঞ্জের শাওন ইসলাম সোহাগ, বরিশালের কাউনিয়ার রাজা খলিফা, বাকেরগঞ্জের নাসির হাওলাদার, পটুয়াখালী সদরের কালাম হোসেন ও বরগুনার আমতলীর সেলিম মাতব্বর।
তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে তিনি। আটককৃতদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।
ইএইচ