Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৭:৪১ পিএম


ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন

এমপি আনার হত্যা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে গান্না ইউনিয়নের চন্ডিপুর বাজারে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার বিকেলে গান্না ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ইউনিয়নের শতশত নারী-পুরুষ যোগদান করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বিশ্বাস, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন মনি, আব্দুল খালেক, শাহাদৎ হোসেন, আলমগীর হোসেন, আমীর হোসেন আমু, মহসিন আলী, ওমর আলী সোহাগ প্রমুখ।

বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নামে মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তাকে অবিলম্বে নিশর্ত মুক্তি দিতে হবে। তা না হলে আরো বড় ধরনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।

ইএইচ

Link copied!