Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৮:২৬ পিএম


রাঙামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

রাঙামাটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে পাহাড় ধ্বসের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. দীদারুল আলম, প্রেস ক্লাব সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।

সভায় রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানান, পৌরসভাসহ ১০টি উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে জনগণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে এবং পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনগণকে সরে গিয়ে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

রাঙামাটি জেলা ও উপজেলায় সর্বমোট ২৬৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

ইএইচ

Link copied!