Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আ. লীগের সাধারণ মুক্তির দাবিতে মহেশপুরে বিক্ষোভ মিছিল

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ৩০, ২০২৪, ০৮:৩৩ পিএম


আ. লীগের সাধারণ মুক্তির দাবিতে মহেশপুরে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে রোববার বিকালে মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহেদ মেহেবুব রনজুর সভাপতিত্বে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ড অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, জেলা আওয়ামী লীগ নেতা নিয়ামুল হক সবুজ, মহেশপুর উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশাবুল আরাফ শিমুল, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য এস আর সোহেল, বাঁশবাড়ীয়ার ইউপি সদস্য নাসির উদ্দীন শেখ মেম্বার, মোমিনুর রহমান প্রমুখ।

পরে কলেজ বাসস্ট্যান্ডে থেকে শুরু হয় এক বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ইএইচ

Link copied!