Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

শুদ্ধাচার পুরষ্কার পেলেন মধুপুরের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হালিম

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুলাই ১, ২০২৪, ১২:০৬ এএম


শুদ্ধাচার পুরষ্কার পেলেন মধুপুরের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হালিম

টাঙ্গাইলের মধুপুরে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এও) আব্দুল হালিম।

রোববার টাঙ্গাইল জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় এ শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন প্রশাসনিক কর্মকর্তা (এও) আব্দুল হালিম।

পুরস্কার তুলে দেন- টাঙ্গাইল জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার এ শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

ইএইচ

Link copied!