Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

জুলাই ১, ২০২৪, ০৯:৩১ এএম


টাঙ্গাইলে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

টাঙ্গাইলের ধনবাড়ীতে ইসমাইল হোসেন (২৫) হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান এ আদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের হযরত আলীর ছেলে শামসু (৫৩), মতিয়ার রহমানের ছেলে লুৎফর রহমান (৪১), সিতালু রবি দাসের ছেলে নরেশ রবি দাস (৩৯) এবং সবতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে নজরুল (৩২)।

দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশও দিয়েছেন আদালত।

মামলার বাদী পক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল বাছেত জানান, ধনবাড়ী উপজেলার নরিল্যা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন (২৫) ২০১৮ সালের ১৭ মে বাড়ি থেকে নরিল্যা হাটে কেনাকাটা করতে যায়। দণ্ডিত ব্যক্তিরা তাকে ধরে নিয়ে তাকে মারপিট করে। পরে তাকে একটি ভ্যান গাড়িতে তুলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হলে পথেমধ্যিই ইসমাইলের মৃত্যু হয়।

এ সময় ইসমাইলের মরদেহ নরিল্যা কলেজের পাশে একটি ডোবায় ফেলে দেয় তারা।

এ ঘটনার দুইদিন পর স্থানীয় লোকজন ওই মরদেহ দেখতে পায়। পুলিশ ওই মরদেহ উদ্ধারের পর ইসমাইলের স্বজনরা তাকে শনাক্ত করেন। ওই বছর ২০ মে নিহত ইসমাইলের বড় ভাই ইব্রাহিম বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত চারজনই আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

ইএইচ

Link copied!