Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা প্রাণ গেল শিশুসহ ২ জনের

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

জুলাই ১, ২০২৪, ১০:০০ এএম


ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা প্রাণ গেল শিশুসহ ২ জনের

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেওয়ায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার রাতে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম (৩৫) ও বায়েজিদ (৩)।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

ওসি আব্বাস আলী জানান, প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যান নাটোর থেকে বগুড়া যাচ্ছিল। এর চালকের পাশের আসনে যাত্রী ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন ও তার স্ত্রীসহ শিশুছেলে। রাত ১১টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।  ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশু বায়েজিদকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!