Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চৌগাছায় মা-বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

জুলাই ১, ২০২৪, ১১:২২ এএম


চৌগাছায় মা-বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ

যশোরের চৌগাছায় মা-বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন।

রায়ে মামলার একমাত্র আসামি হাবিবুর রহমান মিলন ওরফে মিলন উদ্দীনকে (৩২) ফাঁসির আদেশ দেন আদালত। এ সময় আদালতে পিপি অ্যাড. সৈয়দ কামরুল ইসলাম ও আসামি হাবিবুর মিলন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতে বাদী হুমায়ন কবির ও তার পরিবারের সদস্য এবং উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

রায় পাওয়ার পর মামলার বাদী হুমায়ন কবির সন্তুষ্টি প্রকাশ করে বলেন, জেল থেকে বিভিন্ন লোক ফিরে এসে আমাকে বলেছে মিলন যদি বের হতে পারে তাহলে আমাকেও মা-বাবার মতো খুন করে ফেলবে। সে কারণে খুবই উদ্বিগ্ন ছিলাম। আজকে রায় পেয়ে চিন্তামুক্ত হয়েছি। আদালত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

রায়ের সময় আদালতে উপস্থিত থাকা মিলনের চাচা আজিজুর রহমান বলেন, ভাই ভাবি হত্যার বিচার পেয়ে খুশি হয়েছি। তবে তাদের হারানোর বেদনাটা মনের মধ্যে থেকেই গেছে।

বাদী হুমায়নের দাদা আব্দুল লতিফ পণ্ডিত বলেন, দীর্ঘ পাঁচ বছর যাবৎ আদালতের বারান্দায় ঘুরছি। আজ রায় শুনে খুশি হয়েছি।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এই যে একটি ন্যায় বিচার হলো এ কারনে সকল অপরাধীদের জানা উচিত অপরাধ করে কেউ পার পেয়ে যেতে পারে না। তিনি মামলা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট সৈয়দ কামরুল ইসলাম বলেন, আসামির শাস্তির জন্য নিরলস পরিশ্রম করেছি। মামলার রায় পেয়ে ভালো লেগেছে। একজন অপরাধীকে শাস্তির আওতায় আনতে পেরে খুশি হয়েছি।

ইএইচ

Link copied!