Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দুমকি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই ১, ২০২৪, ০১:৩৬ পিএম


দুমকি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন।

দায়িত্বভার গ্রহণ পূর্বে আয়োজিত সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কাওছার আমিন হাওলাদার দুমকি উপজেলার অবকাঠামো উন্নয়ন ও জনগণের মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন- পাঙ্গাসিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম, লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজহার আলী মৃধা, অফিসার্স ক্লাবের সহ-সভাপতি কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাইনুল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার শিরিন।

ইএইচ

Link copied!